
জেনেনিন, ডোমেইন নেম কি? ডোমেইন কেনার সময় কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে।
ডোমেইন নেম কি?
ডোমেইন নেম হচ্ছে কোন একটা ওয়েবসাইটের নাম। যেমন https://rahatit.com একটি ওয়েবসাইট। এখানে www হচ্ছে world wide web. rahatit.com হচ্ছে ডোমেইন নেম। এই ওয়েবসাইটের একটি আইপি অ্যাড্রেস আছে। প্রত্যেক ওয়েবসাইটের একটি নির্দিষ্ট আইপি থাকে। কিন্তু আইপি দিয়ে ওয়েবসাইট মনে রাখা কষ্টসাধ্য। ডোমেইন নেমের কল্যাণে আমরা অনেক ওয়েবসাইটের নাম মনে রাখতে পারি।
ডোমেইন গঠনঃ
ডোমেইন নেমের দুইটি অংশ থাকে। একটিতে নাম, আরেকটি তে এক্সটেনশন। যেমন https://rahatit.com এখানে Rahat IT হল ডোমেইন নেম এবং .com হল ডোমেইন এক্সটেনশন। ওয়েবসাইটের ধরণ অনুযায়ী এক্সটেনশন সিলেক্ট করা হয়। এরকম কিছু এক্সটেনশন দেখে নেইঃ
.com বহুল ব্যবহৃত এক্সটেনশন। সাধারণত কোম্পানি ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়।
.net এক বা একাধিক নেটওয়ার্কের জন্য ব্যবহৃত।
.org কোন অর্গানাইজেশন/সংগঠন এর ওয়েবসাইট এর জন্য।
.info ব্যক্তিগত অথবা তথ্যভিক্তিক ওয়েবসাইটের জন্য ব্যবহৃত।
.me সাধারণত পোর্টফলিও ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়।
TLD ও CCTLD কি?
TLD মানে Top Level Domain. উপরের যতগুলো ডোমেইন দেখানো হয়েছে তার সবগুলোই Top Level Domain. .com .net
ccTLD হল country code top level domain. বিভিন্ন দেশের জন্য কিছু নির্দিষ্ট ডোমেইন এক্সটেনশন থাকে। যেমন .COM.BD/.IN/.PK
ডোমেইন নেম নির্বাচন করার সময় লক্ষণীয় বিষয়ঃ
১ সহজবোধ্য নাম নির্বাচন করতে হবে, যাতে করে ভিজিটর সহজেই নাম মনে রাখতে পারে।
২ ওয়েবসাইটের বিষয়বস্তুর সাথে সাদৃশ্যপূর্ণ নাম দিতে হবে।
৩ সংক্ষিপ্ত নাম দেখতে সুন্দর, মনে রাখাও সোজা।
৪ বড় কোন কোম্পানির অনুকরণে নাম দেওয়া থেকে বিরত থাকুন। যেমনঃ facebook.com, google.com etc
৫ আপনার পছন্দের ডোমেইন নেম খালি আছে কিনা চেক করার জন্য এখানে দেখতে পারেন।
ডোমেইন রেজিস্ট্রেশানের সময় সতর্কতাসমূহঃ
১ যার থেকে ডোমেইন কিনবেন তার সাথে ডোমেইন প্রাইস নিয়ে কথা বলে নিন।
২ পরের বছরের রিনিউ চার্জ জেনে নিন। কিছু কিছু প্রভাইডার দেখা যায় প্রথম বছর সল্প মূল্যে দিলেও পরের বছর অনেক চার্জ করে বসে। তাই ডোমেইন অফারের আওতায় কিনলে ডোমেইন রিনিউ প্রাইস জেনে নিবেন।
৩ ফুল কন্ট্রোল প্যানেল দিবে কিনা জিজ্ঞাসা করে নিবেন এবং অবশ্যই ফুল কন্ট্রোল প্যানেল আপনার কাছে রাখবেন। তাহলে পরবর্তীতে আপনি যে কারো থেকে রিনিউ করাতে পারবেন।
৪ ডোমেইন সম্পর্কিত যেকোন সমস্যায় প্রভাইডারকে জিজ্ঞাসা করবেন। আপনাকে অবশ্যই হেল্প করবে।
Rahat IT সুনামের সাথে ডোমেইন হোস্টিং ব্যবসা করে যাচ্ছে। বাংলাদেশী এবং বিদেশী ক্লায়েন্টও আছে। হাই ক্লাস ডোমেইন এবং উন্নত মানের এসইও ফ্রেন্ডলি হোস্টিং সরবরাহ করে থাকে।
ডোমেইন প্রাইসঃ ১১০০ টাকা। ১ বছরের জন্য।
হোস্টিং প্রাইসঃ ২৫০০ টাকা ১ জিবি।